আলমডাঙ্গা ব্যূরো: মাদক বিক্রি ও সেবনের অপরাধে আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের আমিরুলকে চার মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার তিয়রবিলা ক্যাম্প পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমিরুরকে ৪ মাসের কারাদ- প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পল্লী তিয়রবিলা গ্রামের মৃত মজিবার রহমানের ছেলে আমিরুল ইসলাম (৫৫) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলো। বুধবার তিয়রবিলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহব্বত আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে আমিরুলকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে আমিরুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।