৯৯৯ এ ফোন : বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নতিডাঙ্গার নাবালিকা শান্তি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ৯৯৯ এ ফোন করে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের নাবালিকা আলেয়া খাতুন শান্তি। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা গ্রামের ২নং ওয়ার্ডের আব্দুল গফুরের মেয়ে আলেয়া খাতুন শান্তি (১৩) ও শালিকা গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ের কথা ছিলো। বাড়িতে করছিলো বিয়ের আয়োজন। এসময় কে বা কারা ৯৯৯ এ ফোন করে এ বিষয়টি মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশে জানান। এসময় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আসের আলী ও এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সসহ নতিডাঙ্গা বিয়ে বাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতিতে আলেয়া তাবাসসুম শান্তির পরিবার বিয়ে দেবে না বলে অঙ্গীকার করে। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে কিশোরী শান্তি।

 

Comments (0)
Add Comment