৩ মাদক ব্যবসায়ী আটক : ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একশবোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার কালিতলা কল্যানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গাংনী উপজেলার ছাতিয়ান বাজারপাড়ার বাবুল হোসেনের ছেলে ইমরান আলী ওরফে বিদ্যুৎ (২৫), একই গ্রামের মসজিদপাড়ার মৃত শফিরুল ইসলামের ছেলে আসাদুল (২৭) ও বাউট গ্রামের কাবরান আলী ওরফে মেকারের ছেলে হাসিবুর রহমান ওরফে হাসিব (২৮)। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদ পেয়ে সংগীয় ফোর্স নিয়ে কালিতলা কল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে একশবোতল ফেনসিডিলসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সময় সেখানে থেকে তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Comments (0)
Add Comment