স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ডুগডুগি থেকে ইয়াবাসহ ব্যবসায়ী মিলন শেখকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা-দর্শনা সড়কের ডুগডুগি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মিলনের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫০ পিস ইয়াবা। পরে গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন ডুগডুগি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরে সাড়ে ১০টার দিকে ডুগডুগি গ্রামস্থ বাদলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকব্যবসায়ী মিলন শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫০ পিস ইয়াবা, একটি মোবাইলফোন ও দুটি সিমকার্ড। গ্রেফতারকৃত মিলন শেখ (৩০) দর্শনার শ্যামপুর উত্তরপাড়ার জুরান শেখের ছেলে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকালই উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মিলন শেখকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।