স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে দেশের নিজস্ব তহবিল থেকে নির্মিত স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন আগামী ২৫ জুন। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার চুয়াডাঙ্গায় সম্মিলিতভাবে দেখাসহ স্থানীয়ভাবেও বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় শোভাযাত্রা, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি হাতে নেয়া হয়। শুরুতে উদ্বোধনী সঙ্গীতও বাজানো হবে। জেলা শহরে ব্যানার ফেস্টুনসহ পদ্মাসেতুর আদলে দর্শনীয় কিছু করারও উদ্যোগ নেয়া হয়েছে।
পদ্মাসেতু নির্মাণ এক সময় ছিলো দুঃস্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় দেশজুড়ে বয়ে চলেছে উৎসবের আমেজ। আগামী ২৫ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেয়ার পর দেশের প্রায় প্রতিটি জেলাতেও পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গাতে ওইদিন সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এ র্যালিতে সর্বস্তরের সর্বসাধারণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (চাঁনমারি) অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হবে। উদ্বোধনী সংগীতের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার করা দেখা হবে। এরপরই স্থানীয়ভাবে আলোচকদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল অনুষ্ঠিত প্রস্তুতিসভার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গার আয়োজন স্বতঃস্ফূর্তভাবে সফল করার লক্ষে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কতোটা এগিয়েছে তা অবাক দৃষ্টিতে বিশ^ দেখছে। আমাদের অগ্রযাত্রা, আমাদের সফলতা আমরা উদযাপন করতে পারলে আগামীতে অবশ্যই আরও কিছু করার কর্মসূচি হাতে নিতে পারবো। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য আমারা আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করতে পারবো এবং এটাও অবিলম্বে সম্ভব হবে বলে আমাদের বিশ^াস প্রগাঢ় হয়েছে।
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভায় জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালা সফল করতে সংশ্লিষ্ট সকলকে পুনঃপুনঃ তাগিদ দেয়া হয়েছে।