দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি ফুড ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে একদিনের জন্য পণ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় হাসিনা ফুড ফ্যাক্টরিতে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা বাজারে হোটেল, ফলের দোকান, ফার্মেসি, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, তদারকির সময় মানসম্মত পণ্য কেনা-বেচা, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরির স্বত্বধিকারী এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামীকাল (আজ) সোমবার প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় মানসম্মত পণ্য বিক্রয় করার নির্দেশ দেয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযানে সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।