হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ হতে কাটাপোল সড়কে দুটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্ট দুটির নির্মাণকাজ শেষ হলেও সড়কটির সাথে কালভার্ট দুটির সংযোগের ব্যবস্থা না করায় এ সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে। রাস্তার বাইপাস দিয়ে চলাচল করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ছোট খাটো গাড়িঘোড়া ও চলাচলকারীদের বিঘœ ঘটছে। হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের মঞ্জুর রহমান পলাশ অভিযোগ করে বলেন, হাসাদাহ হতে রায়পুর সড়কে মাধবপুর ও কাটাপোলে এলজিইডি’র প্রকল্পের আওতায় ৪টি কালভার্ট নির্মাণের কাজ করেন একটি প্রতিষ্ঠান। সবগুলো কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে কিছুদিন আগে। মাধবপুরের রাস্তার কালভার্ট দুটিতে সড়কের সাথে সংযোগ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও কাটাপোল হতে হাসাদাহ পর্যন্ত সড়কে অবস্থিত দুটি কালভার্টের সংযোগ দেয়া হয়নি। এতে জনসাধারণ ও গাড়িঘোড়ার চলাচলে খুব অসুবিধা হচ্ছে। কালভার্টটি নির্মাণের প্রথম পর্যায় থেকে চলাচলে বিঘœ ঘটলেও নির্মাণকাজ শেষ করার পর সড়কের সাথে সংযোগ না দেওয়ার কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। আমরা এই অসুবিধা থেকে রক্ষা পাওয়ার জন্য সড়কের সাথে কালভার্টের সংযোগ দেয়ার জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।