চুয়াডাঙ্গার দর্শনায় এক অজ্ঞাত ব্যক্তির (৫০) ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার সকাল ১০টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন ওই ব্যক্তি বলে ধারণা পুলিশের। পুলিশ জানায়, দর্শনা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকালে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। নিহত ওই ব্যক্তির পরণে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে, তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ওই ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন ওই ব্যক্তি।