লাবলু রহমান: চুয়াডাঙ্গার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ মোকাবেলা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক চিন্তা-চেতনায় সমাজের ঝুঁকিপূর্ণ, অবহেলিত, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, জীবনমান উন্নয়নের বিষয়টি সদাজাগ্রত ছিলো। জাতির পিতা বলেছিলেন, ‘আমার জীবনের একমাত্র কামনা, বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়। বর্তমানে মোবাইল ফোন একটি যোগাযোগের অন্যতম মাধ্যম। মোবাইল ফোনের অপব্যবহার রোধে আমাদের সচেতন হতে হবে। শিশু বিবাহ একটি প্রথা যা নারীদের ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে। সমাজ থেকে বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। নারী-পুরুষের মাঝে বৈষম্য দূর করে নারীদের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার বিকল্প কিছু নেই। আজ দেশের শীর্ষ স্থানীয় জায়গায় নারীদের ভূমিকা প্রশংসনীয়। তোমাদের মত গ্রামের সন্তানেরা ভালো করে মানুষের মত মানুষ হতে হবে। সব জায়গায় তোমাদের অগ্রাধিকার বেশি। শিক্ষিত জাতি গড়তে শিক্ষার বিকল্প কিছু নেই। দেশে নিষিদ্ধ মাদকদ্রব্যের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রামাঞ্চল-সর্বত্রই এখন হাতের নাগালে পাওয়া যায় এসব। বিগত বছরগুলোয় এর বিস্তার ঘটেছে আশঙ্কাজনকভাবে। এসব থেকে দূরে থাকতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকরা সন্তানকে এর কূফল বিষয়ে সচেতন করতে হবে। সর্বোপরি নিজে সচেতন ও অপরকে সচেতন করতে পারলেই আমাদের মানবজীবন স্বার্থক হবে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভূইয়া, তিতুদহ ক্যাম্প ইনচার্জ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।