গাংনী প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে মেহেরপুর গাংনীতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা আওয়ামী লীগ বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আনিসুজ্জামান লুইসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা সংস্কৃতিমনা তারা অপরাধ কম করে। তাদের মন চিত্ত ও পরিশুদ্ধ। সঙ্গীত যদি মরে যায় তাহলে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবেই। মুসলমান হিসেবে আমরা তাফসির শুনি কিন্তু তাফসিরে রাষ্ট্র ও মুক্তিযুদ্ধ ইস্যুতে উসকানি দেয়া হচ্ছে। হেফাজত এতো কিভাবে আসে? আসলে পুরাতন বোতলে নতুন মদ হিসেবে সেই জামায়াত হেফাজতের আড়ালে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী উস্কানি দিচ্ছে। তাই নতুন মনে, মুক্ত মনে যাতে সাংস্কৃতিক চর্চ্চার সুযোগ দিতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এসব ধর্মান্ধত্ব দূর করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।