সিগারেটের প্রচার করার অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেহেরপুর অফিস: সরকারি আইন অমান্য করে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে মেহেরপুর শহরের ৫ ব্যবসায়ীর নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের কলেজ সড়ক, ওয়াপদা সড়ক এবং কোর্ট সড়কে মোবাইল কোর্ট বসানো হয়। এ সময় ব্যবসা কেন্দ্রে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে ৫ ব্যবসায়ীর নিকট থেকে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধরায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে জেলা প্রশাসনের সরকারি কমিশনারের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক এবং সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।