স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের জীবনা গ্রামের মিণ্টু র্যাব’র হাতে ধরাপড়েছে। মঙ্গলবার দুপুরে জীবনা গ্রামের শিমুলতলা তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় সাড়ে ৩ কেজি গাঁজা। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হসান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকসদল অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযোন চালিয়ে মিণ্টু (৩৬) আটক করা হয়। উদ্ধার করা হয় সাড়ে ৩ কেজি গাঁজা। সে জীবনা ভোগেরপাড়ার মো. মনার ছেলে।