শেখ রাকিব : অদ্য ১৪ এপ্রিল,২০২৫ ইং রোজ সোমবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে, জেলা সভাপতি মীর শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলামের সঞ্চালনায়, দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর,হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেশে স্বচ্ছ ধারার রাজনৈতিক সংগঠন। ইসলাম,দেশ ও মানবতার সেবায় স্বচ্ছতার সাথে, দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা এখন সর্ব মহলে স্বীকৃত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলদারীদেরকে ক্ষমতায়, আসতে দেওয়া যাবেনা।দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আত্মশুদ্ধিমূলক ব্যক্তি ও সংগঠন প্রয়োজন। এজন্যই রাষ্ট্রীয় সংস্কার, প্রস্তাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তিশুদ্ধি ও রাষ্ট্রশুদ্ধির কথা প্রস্তাবনা করেছেন।
তিনি আরো বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাহাবায়ে কেরামের নমুনায় প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন।ব্যক্তিগত রাজনৈতিক জীবনে সাহাবায়েকেরামদের যে গুণগুলো ছিলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীল ও কর্মীকে সে গুণগুলো অর্জন করতে হবে। তবেই এদেশকে সংস্কারের মাধ্যমে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। প্রধান বক্তা প্রশিক্ষণ কর্মশালার জেলা ও থানা দায়িত্বশীলদের সাংগঠনিক কাঠামোভিত্তিক গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন। কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবু বকর। অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জননেতা হাসানুজ্জামান , সহ সভাপতি জননেতা মাওলানা জহুরুল ইসলাম আজিজী,জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ। এছাড়াও জেলা ও থানা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।