দর্শনা অফিস: কেরুজ এমডি রাব্বিক হাসানের সাথে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অপচেষ্টা। থানায় জিডি করলেন এমডি। অখ্যাত ও নাম সর্বস্ব পত্রিকায় দেশের বৃহত্তম শিল্প কমপ্লেক্স দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের বিরুদ্ধে লাগাতার মিথ্যাও বানোয়াট সংবাদ পরিবেশন ও টাকা দাবি করায় অবশেষে দর্শনা থানায় জিডি করলেন। গতকাল রোববার কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান প্রতিকার চেয়ে দর্শনা থানায় এ সাধারণ ডায়েরি করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে কেরুজ এমডি রাব্বিক হাসান তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, নিজেকে সাংবাদিক রবিন পরিচয়ে ০১৬৪২-০৭৮১৬৪ নাম্বার মোবাইল ফোন থেকে কয়েকদিন এমডি সাহেবের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে চ্যানেল মুশকান, সংবাদপত্র দিগন্তধারা নিউজ, অগ্নিশিখা, বাংলারাজ ২৪. কম সহ বেশী কয়েকটি অনলাইনে ছবিসহ ছাপিয়েছে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া সংবাদ। যার অন লাইন লিংক দিচ্ছে এমডি সাহেবের ফোনে। এ ধরণের মিথ্যা অপপ্রচার করে সম্মানহানী করার চেষ্টা করছে। যাতে মারাত্মকভাবে বিব্রতবোধ মান-সম্মান হানিকর মনে করছেন ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। দৈনিক অপরাধ জগতের সম্পাদক পরিচয়ে একই সময়ে সাংবাদিক এমএ রশিদ পরিচয়ে ০১৮৩৩-০৭৯৮৩৫ মোবাইল নাম্বার থেকে কিছু টাকা খরচ করলে অনলাইনে এইসব মিথ্যা খবর বন্ধ করে দেবেন বলে ম্যাসেজ পাঠান। সেই সাথে তিনি ০১৭২১-৩২৯০৬১ নাম্বারে বিকাশে টাকা পাঠাতে বলেন। ওই সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রকাশ করে এমডি সাহেবকে অসৎ বানিয়ে দেবে বলে হুমকি দেয়। ফের ০১৯১৩-৮৮৭৪৩৭ নাম্বার থেকে নিজেকে সাংবাদিক তুহিন খান পরিচয় দিয়ে এইসব ভূয়া খবর বন্ধের জন্য মধ্যস্থতা করার প্রস্তাবও দেন। বিষয়টি তদন্ত পূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে সাধারণ ডায়েরিতে। কেরুজ এমডির থানায় জিডির খবর ছড়িয়ে পরড়লে খোঁজখবর নিয়ে দেখা যায় ওই নামের কোন সাংবাদিকের অস্তিত্ব নেই দর্শনায়। ফলে থানা পুলিশের কাছে দাবি করা হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে মুখোশ উন্মোচনের।