মেহেরপর অফিস: সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মেহেরপুরে শুরু হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম। টেলিভিশন সাংবাদিকতা ও সংবাদ প্রতিবেদন বিষয়ে পৃথক দুটি প্রশিক্ষণ কার্যক্রম গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে পৃথক দুটি প্রশিক্ষণের আয়োজন করে সংস্থাটি। মেহেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়মে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক। বক্তব্য রাখেন পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি প্রশিক্ষক শাহ আলম। অপরদিকে জেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক তুহিন অরন্য। পিআইবির কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, সারা দেশে পিআইবি পরিচালিত কর্মশালায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে সাংবাদিকদের মূলত সহযোগিতা করার জন্যই এমন কর্মশালায় আয়োজিত হয়ে আসছে। এর আগে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবারে সাংবাদিকতার নানান কৌশল সম্পর্কে প্রশিক্ষন দেয়া হবে। যাতে করে মাঠ পর্যায়ের সাংবাদিকেরা নির্ভুল তথ্য ও সঠিকভাবে চিত্র ধারণ করাতে পারে। ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্পন্ন হবে ১২ মার্চ।