দর্শনা অফিস: ঐতিহ্যবাহী সার্বজনীন দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরে ৫০তম মহানামযজ্ঞের ৫দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্র্য নিরক্ষরমুক্ত ও অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের কিন্তু জামায়াত-বিএনপি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে গোটা দেশে অরাজগতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিলো। কিন্তু আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা রুখে দিয়েছি। দেশ আজ উন্নয়নে দিকে দ্রুতগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। নিজ নিজ ধর্ম আমরা যাতে নির্বিঘেœ পালন করতে পারি সে জন্যে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে রুখে দিতে হবে সাম্প্রদায়িকতাকে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আলীগ নেতা বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক উত্তম রঞ্জন দেবনাথ, মন্দির কমিটির সভাপতি প্রান্ত কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন কুমার সাহা, সঞ্জয় হালদার প্রমুখ।