স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে সুরাজ বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সুরাজ বেগম একই গ্রামের মসজিদপাড়ার মৃত উমেদ ম-লের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন ছিলেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয়রা জানান, বিকেলে কৃষ্ণপুর গ্রামের মসজিদপাড়ায় ঝুনু বিশ্বাসের পুকুরের পাশে খেলছিলো শিশুরা। এ সময় পুকুরের ভেতর এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয় তারা। পরে ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
মৃত সুরাজ বেগমের ছেলে খবির উদ্দিন জানান, আমরা ১০ ভাইবোন। আমার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আজ সকালেও বাড়ি ছিলেন মা। খাবারও খেয়েছেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা। পরে আমরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বিষয়টি আমরা এখনও অবগত না। জানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।