স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু গ্রাম উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু গ্রাম উন্নয়ন সংস্থার অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়ায় দেশের প্রতিটি গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। এখন কোনো গ্রামে আর কাচা রাস্তা নেই। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, বিএনপি আর জামায়াত ইসলাম দুটোরই সৃষ্টি একইভাবে। তারা ওপরে ওপরে আলাদা হওয়ার নাটক করলেও দুটো দলেরই লক্ষ্য এক। তারা চায় এদেশকে আবারও পাকিস্তান বানাতে। কিন্তু আমরা তা আর হতে দেবো না। দেশের কোথাও যদি এই স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের লোকজন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে; তাহলে তা শক্ত হাতে মোকাবেলা করতে হবে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রয়েছে। তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সকল প্রকার অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে। মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি সলিল মল্লিক, আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানভীর আহমেদ জনি প্রমুখ।