স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বিভিন্ন স্থানে যুবলীগের কার্যালয়ের উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের অফিস উদ্বোধন গণসংযোগ আলোচনাসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং জননেত্রী শেখ হাসিনার দেয়া চুয়াডাঙ্গা জেলার নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যুবলীগের বিভিন্ন স্থানে যুবলীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। দেশের যে কোনো অশুভ শক্তিকে রুখতে যুবলীগ সবসময় মাঠে কাজ করে যাবে। এ সময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যুবলীগের কার্যালয়ের অফিস উদ্বোধন করেন। বিকেল তিনটার সময় ভাংবাড়ীয়ায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আবুসদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান আপু, আজাদুল ইসলাম আজাদ, আরিফ, পিরু মিয়া এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা শেখ শাহী, বিপ্লব, রামিম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুইট, জুয়েল মিঠুন, সুমন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক তাসফির আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাফর, ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহান। আলমডাঙ্গা উপজেলার যুবলীগের সভাপতি সোনাহার ম-ল, সাধারণ সম্পাদক আবু মুসা মিয়া, পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্মআহ্বায়ক তাসভীর আহমেদ লাল, সদস্য প্রিন্স, সাইফুল, মনিরুজ্জামান, পাপন, আশরাফুল আসাদুল, আনিস রায়হান বুলবুল রনি বিশ্বাস শিমুল সজীব সুমন সজল, সোহান সোহাগ, নজরুল মল্লিক, সাহেব, সুজন, বিল্লাল, মনা, কিতাব হোসেন, আবদুল বারি, নজরুল, হারুন অর রশিদ, বকুল, আনারুল, মিনহাজ, নান্নু, তৌহিদ, রিকু চক্রবর্তী, সবুজ, মজিবুল, সুমির হোসেন, সাইদুর, টোকন, জনি রিংকু নজরুল রিয়ন মিলন, কুসুম মোল্লা, আলী হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।