শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল কৃষকের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখোঁজের ৮ দিন পর ডোবায় মাটিচাপা দেয়া অবস্থায় রিপন বিশ্বাস (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চর-রূপদাহ গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিপন একই গ্রামের আব্দুল বারিক বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশে ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হন রিপন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে রিপনের বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় মাটি সরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এরপর সেখানে তার মরদেহ পাওয়া যায়।

উপজেলার পদ্মনগর গ্রামের নজরুল ইসলাম জানান, তার শ্যালক রিপন দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত দেড় বছর আগে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি নিজ জমিতে কৃষিকাজে নিয়োজিত হয়। গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পূর্ব মাঠে জমিতে কেটে রাখা ধান পাহারা দিতে যান তিনি। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনাটি জানাজানি হলে তার জমি থেকে রিপনের ব্যবহৃত মোবাইল ও গায়ের চাঁদর উদ্ধার করে স্বজনেরা। এরপর গতকাল বুধবার ভোরে নিখোঁজের ৭ দিন পর ডোবায় কাঁদাচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার হলো।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহে তেমন কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিলো। ঘটনার পর থেকে নিহতের মেজো ভাই পলাতক রয়েছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

 

Comments (0)
Add Comment