শৈলকুপায় অজ্ঞান পার্টির কবলে দুটি পরিবার : স্বর্ণালঙ্কার ও টাকা লুট

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দরজা ভেঙে চেতনানাশক ওষুধ স্প্রে করে দুটি পরিবারের পাঁচজন সদস্যদের অজ্ঞান করে ১৫ ভরি স্বর্ণের গহনা, নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত পরশু সোমবার রাতে উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে বিজু চাকী ও সুমন কুমার চাকির বাড়িতে এই ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির ওষুধে দুই পরিবারের ৫জন সদস্য এখন অসুস্থ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজু চাকির মেয়ে প্রিয়াঙ্কা চাকী জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ঘুম ভাঙলে দেখি সব ঘরের দরজা খোলা ও ঘরের জিনিস পাতি সব এলোমেলো অবস্থায় রয়েছে। পরে বাবা মা ও দাদা বউদিকে ডাকলে তারা সাড়া দেয়না। পরে আমি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে আমার পরিবারের ৫জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে। এ সময় বাক্সে ও আলমারিতে রাখা ৬টি স্বর্ণের রুলি, ৩ জোড়া সোনার দুল, ৩টি সোনার চেন, ৩পিস নাকফুলসহ প্রায় ১৫ ভরি সোনার অলঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। দুধসর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য টিক্কা হোসেন জানান, এলাকায় চরমভাবে অজ্ঞান পার্টির সদস্য বেড়েছে। গত রাতে আমাদের গ্রামের দুটি পরিবারের ৫জনকে অজ্ঞান করে প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এসব ঘটনার পরেও একজনকেও গ্রেফতার করতে পারিনি পুলিশ। ফলে এলাকায় রাত হলেই চোর আতঙ্ক বিরাজ করছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে, অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।