শিবনগরের সাইফুলের বিরুদ্ধে ২ কোটি টাকার গরু নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার শিবনগর গ্রামের সাইফুল ইসলামের বিরুদ্ধে এলাকার গরু খামারিদের কাছ থেকে ২ কোটি টাকার গরু নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। গেলো রমজান মাসের ১৫ রোজার ভিতর এলাকার গরু খামারিদের কাছ থেকে গরু কেনেন তিনি। দামদর করে ২/৩ হাজার টাকা বায়না দিয়ে গরু উঠিয়ে নিয়ে যায় প্রায় ৫০জন খামারির কাছ থেকে। তারপর থেকেই নিরুদ্দেশ সাইফুল তার পরিবারের লোকজনও তার কোনো হদিস দিচ্ছেনা। গত রোববার সকালে হরিরামপুর গ্রামের ২০/২৫জন গরু খামারি জানান, আমাদেরসহ প্রায় ৫০ জনের কাছ থেকে দুই কোটি টাকার গরু নিয়ে নিরুদ্দেশ হয়েছে সাইফুল ইসলাম। এখন আমাদের মাথায় হাত। এ কৃষকের শেষ সম্বল গরু। সেই গরু নিয়েই চম্পট দিয়েছে। পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের পীর মোহাম্মদের ছেলে আলিবদ্দীর এক লাখ ৫৫ হাজার টাকার গরু, রওশন আলীর ছেলে আরিফের এক লাখ ৩০ হাজার টাকার গরু, হাসান আলীর ছেলে আনিসুরের ২ লাখ টাকার গরু, মোহাম্মদ আলীর ছেলে তুষারের এক লাখ ৫০ হাজার টাকার গরু, গরীবুল্লার ছেলে আব্দুস সালামের ৪ লাখ ১০ হাজার টাকার গরু, রওশন আলীর ছেলে আলামিনের এক লাখ ৫০ হাজার টাকার গরু, দিদার শেখের ছেলে তাহাজউদ্দীনের এক লাখ ৬০ হাজার টাকার গরু, সাবের আলীর ছেলে তফেজ উদ্দীনের এক লাখ টাকার গরু, কবিরুলের ছেলে রবিউল’র এক লাখ টাকার গরু, ইংরেজ আলীর ছেলে সোরাপের এক লাখ ৩৫ হাজার টাকার গরু, আব্দুর রহিমের ছেলে দবিরের এক লাখ ৭৪ হাজার টাকার গরু, হাজীমের ছেলে মসলেম’র এক লাখ ১৪ হাজার টাকার গরু, আমিনুদ্দীর ছেলে আবু সালামের ২ লাখ টাকার গরু, নুর উদ্দীনের ছেলে মনিরুলের এক লাখ টাকার গরু, সিরাজ বিশ্বাসের ছেলে জিয়ার ৪০ হাজার টাকার গরু, এরশাদের ছেলে সাইফুলের ৭০ হাজার টাকার গরু, আব্দুল গফুরের ছেলে আ. রশিদের এক লাখ ৬০ হাজার গরুসহ এলাকা জুড়ে প্রায় দুই কোটি টাকার গরু নিয়ে নিরুদ্দেশ হয়েছে সাইফুল ইসলাম। ভুক্তভোগীরা জানান, আমরা আমাদের টাকা ফেরত চায়। ন্যায় বিচার চাই। এ বিষয়ে জানতে সাইফুলের বাড়ি গেলে তার পরিবারের লোকজন জানান, সাইফুলের ব্যাপারে আমরা কিছু জানিনা।