শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে

দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি দামুড়হুদা উপজেলা সদরের দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন বলেন, শুধু বিদ্যালয়ে আসলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব না, প্রয়োজন নিয়মিত চর্চা। শ্রেণি কক্ষে ছেলে মেয়েরা কি শিখলো তা অভিভাবকদের তদারকি করতে হবে। তাদের কে বাড়িতে পড়াতে বসাতে হবে। তারা বিদ্যালয়ে কি শিখেছে সে বিষয়ে তাদের কে মনিটরিং করতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি পারিবারিকভাবে ছেলে মেয়েদের কে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি আরও বলেন, শ্রেণি কক্ষে পাঠদানের সময় শিক্ষকদের আন্তরিক হতে হবে। ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের সুবিধা অসুবিধা গুলো তাদের কাছ থেকে শুনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীনসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এর আগে দামুড়হুদায় এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

Comments (0)
Add Comment