শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে

চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, একটা কথা মনে রাখতে হবে যেখানেই গণতন্ত্র সেখানেই বিএনপির অবদান। আর যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্রকে হত্যা। তাই সরকারের হটানোর আন্দোলনে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সব আন্দোলন করেছি। আগামী দিনেও সরকার বিদায় হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবো। গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা এসব কথা বলেন। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশব্যাপী যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোর দাবি এবং সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, এ দেশে গণতন্ত্র নেই, অতীতের নির্বাচনগুলো হয়নি। আগামী দিনে সত্যিকারভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চান তারা। কেন আমেরিকা থেকে এসে বলতে হবে? এজন্য যে এ সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। দেশের ভোটের ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এ সরকার। বক্তরা আরও বলেন, কয়েক দিন আগে গণশুনানিসহ নিয়মকানুনের তোয়াক্কা না করে সরকার প্রশাসনিক হুকুমে বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি করেছে। আবার বলছে মাসে মাসে নাকি বিদ্যুতের দাম তারা সমন্বয় করবে। অর্থাৎ এই ৫ শতাংশ নয়, ভবিষ্যতে আরও বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে। বিএনপির এ নেতারা বলেন, ২০০৬ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিলো, তখন বিদ্যুতের ইউনিট প্রতি সর্বোচ্চ দর ছিলো ছিলো ২ টাকা ৬০ পয়সা; এখন তা ১১ টাকার বেশি।

চুয়াডাঙ্গায় বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় দিকে চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবুবকর সিদ্দিক, নূরনবী সামদানী, জেলা যুবদলের সভাপতি সাইফুর রশিদ ঝণ্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। এছাড়াও আরও বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথাসহ চুয়াডাঙ্গা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভ সমাবেশটি উপস্থাপনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। সমাবেশের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন। পরে সমাবেশ শেষে সাহিত্য পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তা পুলিশের বাধার মুখে পড়ে। এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সাহিত্য পরিষদসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৩টায় ফায়ার সার্ভিস অফিসের পাশের চাতাল প্রাঙ্গণ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলটি চাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে রাস্তা প্রদক্ষিণ করে আবারও পুনরায় চাতাল সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশ করে। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক  মাহাবুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগার সাচ্চু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন, বাড়াদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজাবুল, ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকের মধ্যে রহিদুল ইসলাম, হাফিজুর রহমান চমক, আব্দুল জব্বার, মাসুদ সালেহ লিপু, আব্দুর রশীদ, আব্দুল রাজ্জাক, আব্দুল হক মিন্টু, আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিঙ্কু, যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দামুড়হুদায় বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রিস আলী, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম রিপন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদল নেতা শামসুজ্জোহা পলাশ, তোতাম আলী, ইকরামুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা মাহফুজুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান জসিম প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যলয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান। সমাবেশে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে গাংনী বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু, সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসনে মেঘলা, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল, মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment