শরিফুল হত্যা মামলার প্রধান আসামী খোকনের ফাঁসি দাবি

মেহেরপুরে প্রবাস ফেরত হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের প্রবাস ফেরত শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রায়পুর গ্রামবাসী। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহরের অক্সফোর্ড কিন্ডার গার্টেনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত শরিফুল ইসলামের পিতা বাবুর আলী, মা আনোয়ার খাতুন, স্ত্রী রুবিনা খাতুন, মেয়ে রুমাইয়া, বোন শাহানারা, মামলার প্রধান আসামি একরামুল হক খোকনের বড় ভাই জালিমুল, আমদহ ইউপির সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, শিক্ষক আয়ুব হোসেন, শামীমুল ইসলাম, মিজানুর রহমান, মামলার বাদী সাবেক ইউপি সদস্য কাবুল আলী, বর্তমান ইউপি সদস্য আক্কাস আলী প্রমুখ। বক্তারা মামলার প্রধান আসামি একরামুল হক খোকনের ফাঁসির দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিশাল-বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও মিছিলে রায়পুর গ্রামের ৩ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৯০ বছর বয়সী সকল শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলিটি শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় মামলার প্রধান আসামি একরামুল হক খোকনের ফাঁসি চাই, ফাঁসি চাই সেøাগানে প্রকম্পিত করে তোলে। পাওনা টাকা আদায়ের জের ধরে গত ২০ এপ্রিল সদর উপজেলার রায়পুর গ্রামের শরিফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকা-ের ৯ দিনের মাথায় গত ২৯ এপ্রিল মামলার প্রধান আসামি একরামুল হক খোকনকে পুলিশ গ্রেফতার করেন।

Comments (0)
Add Comment