স্টাফ রিপোর্টার: ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ সেøাগান সামনে নিয়ে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক অভিভাবকসহ শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সুস্থ শরীর, সুস্থ মন মেধা বিকাশে সহায়ক। সুস্থ থাকতে হলে অবশ্যই খেলার মাঠে যেতে হবে। বিদ্যালয় ছুটির পর নিয়ম করে খেলার মাঠে গিয়ে খেলাধুলায় মেতে থাকলে শরীর ও মন দুটিই ভাল থাকে। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষককে বলবো, ছাত্রদের খেলার মাঠে নেয়ার জন্য বিশেষভাবে দায়িত্ববান হওয়া দরকার। তথ্য প্রযুক্তির যুগে তরুণদের মধ্যে মোবাইলফোনে আসক্তি লক্ষ্য করা যাচ্ছে। এটা খুবই ক্ষতিকর। প্রজন্মকে প্রযুক্তির কুপ্রভাবমুক্ত রাখতে হলে অবশ্যই অভিভাবকসহ শিক্ষকদের আন্তরিক হতে হবে। সন্তানদের ঘরকুনো করে রাখলে ভবিষ্যত ভাল হয় না। খেলার মাঠে নিতে হবে।
প্রধান অতিথি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এই বিদ্যালয়ে যখন পড়েছি তখন খেলার মান ছিলো খুবই ভাল। ফুটবল খেলায় ওই সময় ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিলো। খেলার মান ভাল করতে হলে বেশি বেশি অনুশীলনের বিকল্প নেই। চর্চা করতে হবে। চর্চা করলে কেন হবে না? হতেই হবে। খেলার মাধ্যমে দেশ-বিদেশে পরিচিত হওয়া সহজ। খেলার মাঠ যতো সরগম থাকবে তরুণ সমাজ ততো সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে। আমাদের এদিকে বিশেষভাবে নজর দেয়া জরুরি হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সুপথে পরিচালিত করে সোনার মানুষ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বিদ্যালয় প্রাঙ্গণে চিত্তবিনোদনের বিশেষ পরিবেশ গড়ে তোলার জন্য ঐচ্ছিক তহবিল থেকে বিদ্যালয়ে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়ে বলেন, দোলনাসহ বেশ কিছু উপকরণ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের দৌড়ঝাপের পরিবেশ গড়ে শারীরিক সুস্থতার সুযোগ যেমন সৃষ্টি হবে, তেমনই শিক্ষার্থীরা হবে বিদ্যালয়মুখি। তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরদিন সাধরণ ছুটিও ঘোষণা করেন। মহান ভাষা শহীদের মাসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা সম্প্রসারণে যে অবদান রেখে চলেছেন তাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এক পর্যায়ে অমর একুশের ওপর নাটিকা মঞ্চস্থ করা হয়। বিদ্যায়ের শিক্ষার্থীদের অভিনীত নাটিকা উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকসহ অতিথিরা উপভোগ করেন।