রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে দর্শনায় বিএনপির আলোচনাসভা

দর্শনা অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে দর্শনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার ক্যাম্পপাড়ায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পল্টু ঘোষ। প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল। প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মালেক মন্ডল, খুলনা বিভাগীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক স্বরুপ কুমার দাস, চুয়াডাঙ্গা জেলা পূজা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ, মঙ্গল শান্তারা, মনা শান্তারা, প্রদীপ কুমার, রতন, সন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা আব্দুল জলিল, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, সানেয়ার হোসেন, মজিবর রহমান, যুবদলনেতা সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, অপু সুলতান, রুহিন, লালু শেখ, সমির, শরীফ উদ্দিন, শাহীন, ছাত্রদলনেতা ইকবাল, নাফিজ, সালাউদ্দিন, সুমন প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল।