যশোরে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৪৬৯, পরীক্ষার প্রায় ৫০ শতাংশ

যশোরে গত ২৪ ঘণ্টায় ৯৪০ জনের নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯.৮৯ শতাংশ। একই সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন। আজ শনিবার যশোরের সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩০৯ জন, অভয়নগরে ৪৮ জন, কেশবপুরে ২৪ জন, ঝিকরগাছায় ২৪ জন, বাঘারপাড়ায় দুই জন, মনিরামপুরে ১৯ জন, চৌগাছায় ১২ জন ও শার্শায় ৩২ জন আছেন। যশোরে এ পর্যন্ত মোট ১১ হাজার ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

 

Comments (0)
Add Comment