স্টাফ রিপোর্টার: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দশ লাখ টাকা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারী দুর্যোগে চুয়াডাঙ্গা জেলার কর্মহীন, দুস্থ, অসহায় মানুষকে সহযোগিতার জন্য এ অর্থ দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগীয় জোনাল হেড সাব্বির আহম্মেদ খান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হোটেল রেডচিলি-ভিআইপি’র চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, যমুনা ব্যাংক চুয়াডাঙ্গা দর্শনার শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, এক্সিকিউটিভ অফিসার তাজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব, বিশিষ্ট ব্যবসায়ী হাজি জালাল উদ্দীন মুক্ত, সামসুজ্জোহা হাসু, আবুল হোসেন প্রমুখ। যমুনা ব্যাংকের জোনাল হেড সাব্বির আহম্মেদ খান বলেন, আমি দীর্ঘদিন চুয়াডাঙ্গায় (ইউসিবিএল ব্যাংকে) চাকরি করার সুবাদে এলাকার মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক হয়ে গেছে। তাই এই করোনা মহামারীতে আমার ব্যাংক ও আমি চুয়াডাঙ্গার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।