নবীন-প্রবীণের মধ্যেই গড়ালো ভোটের চূড়ান্ত লড়াই
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে নবীন-প্রবীণের লড়াইয়ে। নবীন আওয়ামী লীগ প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী রাজনীতিতে প্রবীণ সাবেক এমপি মকবুল হোসেন। বিএনপির সাবেক এমপি আব্দুল গণি তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে নিয়ে প্রথমে হিসেব থাকলেও শেষ পর্যন্ত তিনি ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে। তাই নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই হচ্ছে ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা। শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট প্রার্থী ৭জন। এরা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক), তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল গণি (সোনালী আঁশ), জাতীয় পার্টি প্রার্থী কেতাব আলী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক বাবুল (ডাব), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) গোলাম রসুল (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী শাহ জামাল (ছড়ি)। জানা গেছে, সাবেক এমপি আব্দুল গণিকে নিয়ে প্রথমে অনেকের ভাবনা ছিলো তিনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। একদিকে দল ত্যাগ এবং অন্যদিকে নির্বাচনে অংশ নিয়ে সরকারের পক্ষে অবস্থান নেয়ায় তিনি বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে মীর জাফর বলে আখ্যায়িত করেছেন বিএনপির অনেকে। জানা গেছে, গাংনী শহরে দুয়েকদিন মাইকিং এবং অল্প কিছু জায়গায় পোস্টারিং করার মধ্যেই আব্দুল গণির প্রচার-প্রচারণা সীমাবদ্ধ ছিলো। এদিকে নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে ভোটের মাঠে। আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে নৌকা প্রতীক পেয়ে ভোটের মাঠে অনেকটাই বিপাকে পড়েছিলেন ডা. সাগর। তবে সময় গড়ানোর সাথে সাথে দলের অনেকেই নৌকার পালে হাওয়া লাগিয়েছেন। তা তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকেই নিয়ে গেছে নৌকা প্রতীককে। এদিকে দুই দুই বারের সাবেক এমপি মকবুল হোসেনের পক্ষেও আছেন অনেকে। দীর্ঘ ভোটের অভিজ্ঞতা ও রাজনীতির মাঠে থাকায় মকবুল হোসেনের পক্ষের নেতাকর্মীরাও মাঠে ছিলেন সরব। স্থানীয়রা বলছেন, নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে নৌকা প্রতীক পিছিয়ে ছিলো বলে মনে হলেও দিন দিন এগিয়েছে প্রতিদ্বন্দ্বিতার দিকে। ডা. সাগর নবীন। আর মকবুল হোসেন প্রবীণ। নবীন-প্রবীণের এই ভোট যুদ্ধে কে হবেন বিজয়ী তা ৭ জানুয়ারি ভোটের মাধ্যমেই দেখা যাবে। এদিকে নির্বাচনের মাঠের গাংনীর পূর্বের রেকর্ড অনেকটাই ভঙ্গ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। শান্ত পরিবেশের মধ্য দিয়েই ভোট যুদ্ধ এগিয়ে চলেছে। উভয় পক্ষের অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও ভোটের উৎসবের কমতি ছিলো না। উভয় পক্ষই প্রচার-প্রচারণায় তাদের শক্তি সামর্থ জানান দিয়েছে নানাভাবে। ফলে ভোট গড়িয়েছি যেমনি প্রতিদ্বন্দ্বিতায় তেমনি গড়িয়েছে উৎসবের দিকে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮২৯। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৭ হাজার ৪৯৩ জন, নারী ভোটার এক লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং তৃতীয়লিঙ্গের (হিজরা) ভোটার ২টি। ১৯৯১ ও ২০০১ সালে এ আসনটিতে বিএনপির আব্দুল গণি এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। ১৯৯৬ ও ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মকুবল হোসেন জয়লাভ করেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন বিজয়ী হন। ২০০১ ও ২০০৮ সালে নৌকা প্রতীক পেলেও পরাজিত হন মকবুল হোসেন।