মেহেরপুর-১ আসনে অভিযোগ আর পাল্টা অভিযোগে উৎসবের ভোট

মূল প্রতিদ্বন্দ্বি বর্তমান আর সাবেক এমপির মধ্যে
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনে শেষ পর্যন্ত বর্তমান এমপি ও সাবেক এমপির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। ভোটের মাঠে প্রচার-প্রচারণার মধ্য দিয়ে যা দৃশ্যমান। বহু অভিযোগ আর পাল্টা অভিযোগে মধ্য দিয়ে ভোটের মাঠে উত্তাপ ছড়ালেও ভোট সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের দৃঢ়তায় উৎসবের ভোট হতে যাচ্ছে বলে মনে করছে অনেকে। তবে এখনও সাধারণ মানুষের মাঝে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ আসনটিতে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক), সাবেক এমপি জয়নাল আবেদীন (ঈগল), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারিকুল ইসলাম লিটন (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জোম (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় ছিলো নৌকা ও ট্রাক প্রতীকের ব্যাপক আধিপত্য। অন্যান্য প্রার্থীদের দুয়েকদিন মাইকিং এবং কিছু পোস্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিলো প্রচার-প্রচারণা।
জানা গেছে, আওয়ামী লীগের দুপক্ষ দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়েই নির্বাচন পরিচালনা করছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের মনোনয়ন বিরোধীতা করার সময় থেকেই যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন তাদের অনেকেই সাবেক এমপি আব্দুল মান্নানের পক্ষে ভোট করছেন। আওয়ামী লীগের দুপক্ষের ওই বিরোধের রেশ নির্বাচনেও পড়তে দেখা গেছে। বিশেষ করে কয়েকদিন আগে বাগোয়ান গ্রামে ট্রাক প্রতীকের কর্মীদের ওপর নৌকা প্রতীকের কর্মীদের হামলার পর বিরোধ এখন তুঙ্গে।
জানা গেছে, উভয়পক্ষ নির্বাচনের মাঠে বেশ শক্ত অবস্থানেই রয়েছেন। প্রচার-প্রচারণায় বক্তব্য বিবৃতিবানের পাশাপাশি নেতাকর্মী আর সমর্থকদের ধরে রাখতে ছিল নানা প্রচেষ্টা। অর্থাৎ নির্বাচনের মাঠের প্রতিদ্বন্দ্বিতায় যা যা করণীয় তাই করতে দেখা গেছে এ দুই প্রার্থীকে। ফলে নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যেই গড়িয়েছে মূল প্রতিদ্বন্দ্বিতা।
জানা গেছে, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন। এ আসনটিতে ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদিকে ১৯৯১ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন প্রফেসর আব্দুল মান্নান। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তীতে বিএনপির এমপি আহম্মেদ আলী ১৯৯৯ সালে মৃত্যুবরণ করলে উপ-নির্বাচন হয়। এ উপ-নির্বাচনে প্রফেসর আব্দুল মান্নান নৌকা প্রতীক নিয়ে আবারও বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী মাসুদ অরুনের কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন জয়নাল আবেদীন। মেহেরপুর-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৭। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪৫৬।