মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনর্বাসন : ভৈরব নদে ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী

বর্তমান সরকার কৃষকদের জন্য সার-ডিজেল সহজলভ্য করেছে
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ডিজেল কৃষকদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। কৃষকরা যাতে করে সহজে তাদের কৃষি পণ্য উৎপাদন করতে পারেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, উজলপুর গ্রাম থেকে ইমরুল কায়েসের মত একজন ক্রিকেটার উঠে এসেছে। এই ক্রিকেটের উন্নয়ন করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল রোববার বিকেলে মেহেরপুর এলজিইডির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদের পুরাতন ফেরিঘাটের ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উজুলপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে মেহেরপুর-উজলপুর ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সদস্য ইমরুল কায়েস। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোখলেছুর রহমান, নব-নির্বাচিত ইউপি সদস্য রাজন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর এলজিইডির উদ্যোগে জিকেআই আইডিপি প্রোজেক্টের ৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার উজলপুর ভৈরব নদের ওপর ৯৬ মিটার ব্রিজ নির্মাণ করা হবে।
এদিকে, মেহেরপুর এলজিইডির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নাম ফলক উন্মোচন করে মেহেরপুর শোলমারী সড়কের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ঠিকাদার শাহাবাজ উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নব-নির্বাচিত ইউপি সদস্য রাজন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর এলজিইডির উদ্যোগে আমফান প্রোজেক্টের ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী সড়কের ১.৫০ কি. মি. সড়ক নির্মাণ করা হয়।

 

Comments (0)
Add Comment