মেহেরপুর অফিস: মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান, মুক্তিযোদ্ধাদের পক্ষে ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ জেলার মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণে অংশ নেয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খাঁন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক।
এদিকে দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে ও নুরুল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, কেএম ফজলুল করিম, ইদ্রিস আলী প্রমুখ।