মেহেরপুর বিআরটিএ’র কার্যালয়ে দুদকের অভিযান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর বিআরটিএ’র কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়ার সদস্যরা। অর্থের বিনিময় লাইসেন্স করাসহ সেবা গ্রহীতাদের অনর্থক হয়রানি করার অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার দুপুরের দিকে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সদস্যরা মেহেরপুর বিআরটিএ’র কার্যালয়ে অভিযান চালান। দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ, রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সুরাইয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, বিআরটিএ-তে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, দালালদের দৌরাত্ম্য এবং সেবা গ্রহীতাদের হয়রানি করার অভিযোগ পাওয়ায় এ অভিযান চালানো হয় বলে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান।

Comments (0)
Add Comment