মেহেরপুর বলিয়ারপুরে পিতাকে বিষ খাওয়ানোর অভিযোগ

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে তাহের আলী (৬৫) নামের এক ব্যক্তিকে বিষ খাওয়ানোর অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। গতকাল বুধবার সকালে বলিয়ারপুর গ্রামের দাসপাড়ায় ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানায়, তাহের আলীর ছেলে সালাম এবং সালামের স্ত্রী নাসিমা খাতুন মঙ্গলবার দিবাগত রাতে চিড়া দই ও কলার সাথে বিষ মিশিয়ে তার বাবাকে খাওয়ায়। পরে সকালের দিকে তাহের আলী অসুস্থ হয়ে পড়লে চারিদিকে হৈ চৈ পড়ে যায় এবং তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাহের আলীর বোন বলেন, আমার ভাইকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে সালাম ও তার বউ মিলে চিড়ার সাথে বিষ মিশিয়ে খাইয়েছে। আমার ভাই বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। প্রতিবেশীরা আরো জানায়, তিন মাস আগে পারিবারিক কলোহের জেরে সালাম তার বাবার মাথায় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।