মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ডলার গ্রেফতার

মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ডলারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতে ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবির এসআই মো. হাবিবুর রহমান, এসআই অজয় কুমার কু-ু, এএসআই মো. মাহতাব উদ্দিন, এএসআই মো. হেলাল উদ্দিনসহ মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেরপুর থানার মামলা নং-২২, তারিখ-২০/১২/২০২০, ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫(৩)/২৫ ডি এর এজাহারনামীয় আসামি মো. সোহেল রানা ডলারকে (৩৬) আটক করেন। ডলার মেহেরপুর স্টেডিয়ামপাড়ার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন আছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন।

Comments (0)
Add Comment