মেহেরপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমঝুপিতে গণমিছিল

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলার আমঝুপিতে ছাত্রদলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার। মিছিলটি আমঝুপি বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি।
এ সময় তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা একটি নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই নতুন স্বাধীনতার পতাকা তলে আজকে মানুষ নতুন ভাবে বাঁচতে শিখেছে। তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আমরা সুসংগঠিত হবো। আজকে তার সূত্রপাত হলো এই আমঝুপি ইউনিয়ন থেকে। তিনি আরও বলেন, তারেক রহমান মেহেরপুর বিএনপির যে নতুন কমিটি দিয়েছে তার একটিই লক্ষ্য মেহেরপুর বিএনপির মানুষকে একটি জিম্মিদশা থেকে মুক্ত করতে। এই কমিটি হলো মেহেরপুরের মানুষের। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু মানুষ এই কমিটিকে নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের বলতে চাই আপনারা দলকে সুসংগঠিত করুন। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দলকে এবং ভাঙ্গার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করবে ছাত্রদল। মিছিলে অন্যদের মধ্যে আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম, ছাত্রনেতা সুইম, আশিক রেজা, ফারুক, আশিক, তামিম, জুয়েল, খোকন, জীবন, রনি, ফয়সাল, জিয়া সাইবার ফোর্স সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সোহাগসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।