মেহেরপুরে ৯৯৯-এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

 

মেহেরপুর অফিস: মাদকাসক্ত ছেলের (৩৩) অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে কল করেন মা। এরপর পুলিশ বাড়িতে এসে ওই যুবককে গ্রেফতার করেছে। গত পরশু সোমবার রাতে মেহেরপুর শহরে এ ঘটনা ঘটেছে। পুলিশ  ও যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই যুবক তার মায়ের কাছে দুই হাজার টাকা দাবি করেন। তবে যুবকের মা টাকা দিতে না চাইলে ক্ষুব্ধ হন যুবক। একপর্যায়ে মায়ের ওপর চড়াও হয়ে ঘরের আসবাব ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। পরে সদর থানার একটি দল এসে ছেলেকে আটক করে নিয়ে যায়। ওই যুবকের মা দাবি করেন, তার ছেলে মাদকাসক্ত। তিনি বলেন, ‘কোনো কিছু হলেই সে বাড়িঘর ও জিনিসপত্র ভাঙচুর করে। তাই এবার সহ্য করতে না পেরে ৯৯৯-এ কল দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ওই যুবককে গতকাল ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে খবর পাওয়া মাত্রই ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হন তারা। পুলিশ এ ধরনের অপরাধ রোধে সব সময় তৎপর রয়েছে।

Comments (0)
Add Comment