মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনীর একটি টিম। গতকাল সোমবার (২৪ মার্চ) বিকেলে মেহেরপুর কলেজ মোড়ে একটি যাত্রীবাহী বাসে এ তল্লাশি অভিযান চালানো হয়। মেহেরপুর ২৭ রেজিমেন্টের সেনাবাহিনীর একটি টিম ও মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালান। বাসের সিটের নিচে রাখা একটি বড় ব্যাগে কসটেপ মোড়ানো ছিলো গাঁজাগুলো। মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মদন মোহন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে গাঁজাগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।