মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ

১০২ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় আরও ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৭ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনী উপজেলার ২৩ জন ও মুজিবনগর উপজেলা ৫ জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.২৭ ভাগ। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৪ জন। গতকাল শনিবার বিকেলের দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরও জানিয়েছে, ল্যাব থেকে ১০২ জনের (আরটিপিসিআর-৩৬ ও এন্টিজেন টেস্ট-৬৬,) নমুনা পরীক্ষা শেষে সবগুলো রিপোর্ট মেহেরপুরে এসে পৌঁছে। এরমধ্যে ৩৭ জন করোনা রোগী চিহ্নিত হয়েছে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৭০৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ১৭৪ জন করোনা রোগী চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১৫৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, গাংনী উপজেলায় ৭৬ জন ও মুজিবনগর উপজেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১০০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, গাংনী উপজেলার ১৬ জন ও মুজিবনগর উপজেলার ২৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৯১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫২৫ জন, গাংনী উপজেলায ২৮৭ জন ও মুজিবনগর উপজেলায় ১০৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। যার মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার ৬ জন রয়েছেন।

 

Comments (0)
Add Comment