গাংনী প্রতিনিধি: নাশকতা মামলার আসামি হাশেম আলীকে (৪৫) আটক করেছে র্যাব। র্যাব ১২ গাংনী ক্যাম্পের এক অভিযানে শনিবার বিকেলে মেহেরপুরের ইছাখালী থেকে তাকে আটক করা হয়। হাশেম আলী ইছাখালী গ্রামের এলেজ আলীর ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী। র্যাব ১২ গাংনী ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ নভেম্বর ভোরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের তিন রাস্তার মোড়ে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের সরকার উৎখাতের বিষয়ে নাশকতা মূলক কর্মকা- করছিল। এ অভিযোগে সদর এসআই রেজোয়ানুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-০৩। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ১১ নং আসামি হলেন আটক হওয়া হাশেম আলী।
র্যাব জানায়, র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটক আসামিকে আদালতে সোপর্দের উদ্দেশ্যে মেহেরপুর সদর থানায় প্রেরণ করা হয়েছে।