মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন : আইন প্রণয়নের নির্দেশনা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। মুজিবনগর বিশ^বিদ্যালয়ের পাশাপাশি নাটোরে ড.এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ^বিদ্যালয় ও নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েরও অনুমোদন প্রদানের তথ্য জানিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় সিনিয়র সহকারী সচিব সম্প্রতি মঞ্জুরি কমিশনকে জানিয়েছেন, নারায়নগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরে মুজিবনগর বিশ^বিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ানের লক্ষ্যে সরকারি বিশ^বিদ্যালয়সমূহ স্থাপনের নিমিত্তে যুগোপযোগী ৩টি খসড়া আইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণ করতে মঞ্জুুরি কমিশনকে জানানো হয়েছে। এদিকে মেহেরপুরে বিশ^বিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন হওয়ার খবর ছড়িয়ে পড়ায় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন।

Comments (0)
Add Comment