মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনায় সদরের আশরাফপুর গ্রাম থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী সজিব বিশ্বাস (৩৩) ও হাসেম আলীকে (২৫) আটক করেছে ডিবি। শনিবার রাত ১০টায় আশরাফুর গ্রাম থেকে তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক সজীব বিশ্বাস মুজিবনগর উপজেলা কোমরপুর গ্রামে মধ্যপাড়ার আবুল বাশার বিশ্বাসের ছেলে এবং হাসেম আলীর পিতার নাম আকুবর।
জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌদুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব উদ্দিন ও এএসআই জসিম উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে সদরের আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি সজিব বিশ্বাস ও হাসেম আলীকে আটক করা হয়। এসময় তাদের দুজনকে তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।