অনলাইন ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার ছেউটিয়া নদীর পানিতে ডুবে ইরাদ আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরাদ আলী সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়ার মৃত তাহেরের ছেলে।
স্থানীয় পিরোজপুর ইউপি সদস্য রাজনগর গ্রামের আরমান আলী জানান, বিকেলে তিনি ডিঙি নৌকা নিয়ে পাশ্ববর্তী ছেউটিয়া নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে ডিঙি নৌকা উল্টে তিনি নদীতে পড়ে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পরে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।