মেহেরপুর অফিস: মেহেরপুরে পৌরসভা ৯নং ওয়ার্ডের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ৯নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ মেহেরপুর স্টেডিয়াম সড়ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে ২০১৫ সালের নির্বাচন স্থগিত রেখে সুবিধাভোগের জন্য একটি কুচক্রী মহল মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনের আলোকে ২০১৫ সালের ১১ নভেম্বর মহামান্য হাইকোর্ট আদেশ প্রদান করে নির্বাচনী স্থগিত করেন। ওই রায় প্রদানের ফলে ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৮০০ ভোটার আমদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। এসব ভোটার পরিবারের কোন কোনটিতে অর্ধেক ভোটার পৌরসভায় থেকে যায়। এবং বাকি সংখ্যা আমদহে চলে যায়। ফলে একটি পরিবারের কিছু অংশ সদস্য ভোটার পৌরসভায় থাকে এবং কিছু অংশ ভোটার আমদহ ইউনিয়ন পরিষদের ভোটার অন্তর্ভুক্ত হয়। অথচ এইসব ভোটাররা দীর্ঘদিন যাবত পৌরকর, বিদ্যুৎ, পানিসহ সকল সেবা পৌরসভা থেকে ভোগ করছিলো এবং এখনো ভোগ করে আসছে। নাগরিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ নয় ফলে সীমানা পুনঃনির্ধারণ করে ভোটারদের পৌরসভার ভোটার হিসেবে গণ্য করার আহ্বান জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির পৌরসভার ৯ নং নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সোহেল রানা ডলার, ৯নং ওয়ার্ড জামাতের ইসলামীর সেক্রেটারি সোহেল রানা, মেহেরপুর পৌর পেশাজীবী সম্পাদক নুর রহমান, ইমারত শ্রমিকের সদস্য জিন্নাতুল ইসলাম, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. আব্দুস সামাদ, ভুক্তভোগী রবিয়াস সানি, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য হোসেন আলী বাবু, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম, রানা ইসলামসহ গোরস্থান পাড়া, শিশু বাগানপাড়া, ইসলামপাড়া ও সার্কিট হাউস পাড়ার এলাকাবাসী উপস্থিত ছিলেন।