মেহেরপুরে বিএনপি নেতা বখতিয়ার ও রোলেক্স’র নেতৃত্বে মিছিল

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর বিএনপির কর্মীসভায় যোগ দিতে বিএনপি নেতা বখতিয়ার ও রোলেক্স’র নেতৃত্বে মিছিলটি বের করা হয়। গতকাল শুক্রবার বিকেলে মহেরপুর শহরের মল্লিকপারাস্থ রোলেক্সে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল মেহেরপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ কর্মীসভায় যোগদান উপলক্ষ্যে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাথুলী রোডের খান কমিউনিটি সেন্টারে যেয়ে শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্বে দেন পৌর বিএনপি নেতা বখতিয়ার হোসেন ও যুবদলের নেতা মেহেদী হাসান রোলেক্স। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সর্বস্তরের বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।