মেহেরপুরে বিএনপির জনসভায় সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান ঐক্যবদ্ধের মাধ্যমে ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে

মেহেরপুর অফিস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এ জন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।’ ‘শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছেন। এখন ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে। তারা বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছেন। তাই, ঐক্যবদ্ধের মাধ্যমে ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোেকাবেলা করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুণ, জেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, মোহাম্মদ আব্দুল্লাহ, আনছারুল হক, হাফিজুর রহমান হাপি, খাইরুল বাশার, রেজাউল হক, ওমর ফারুক লিটন, মীর ফারুক, রোমানা আহমেদ, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মশিউর রহমান, আলফাজ উদ্দীন কালু, আব্দুল আওয়াল, আখেরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গােলাম কাওছার, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, আব্দুল লতিফ, মোশিউল আলম দ্বীপু, নাহিদ আহমেদ, হাফিজুর রহমান, সৌরভ, জনি, যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, শামুয়েল হোসেন সনি, যুবদল নেতা রিপন মিয়া, পাপ্পু, সবুজ, রাজু, শুভ, আকাশ, পিয়াস প্রমুখ।