মেহেরপুর অফিস: মেহেরপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হন্টার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলের দিকে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হন্টার আলী মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামের নিয়ামত আলী গাইনের ছেলে।
স্থানীয়রা জানান, এদিন বিকেল ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষক হন্টার আলী বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান। এসময় হঠাৎ তার পাশে বজ্রপাত আঘাত হানে। এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে একই গ্রামের নিজামুদ্দিন ও তার চাচাতো ভাই আলিমুদ্দিন গরু নিয়ে ওই পথে মাঠ থেকে ফেরার সময় বাগানের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই হন্টার আলীর মৃত্যু হয়।