মেহেরপুরে ফ্রি বাজারের মাধ্যমে অসহায়দের মাঝে সবজি বিতরণ

মেহেরপুর অফিস: করোনা মহামারীর দ্বিতীয় ধাপে মানুষের অসহায়ত্ব যেনো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং অপরদিকে কর্মের সঙ্কটে দিশেহারা সাধারণ মানুষ। দুবেলা ঠিকমতো পরিবারের মুখে খাবার তুলে দেয়াই এখন সবথেকে কঠিনতম কাজ। মহামারীর এ সময়ে মেহেরপুর জেলায় কাজ করে যাচ্ছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত সাব্বির আহমেদ নামে এক তরুণ। বাংলাদেশের সচেতন নাগরিকদের সহযোগিতায় এবং রাব্বি, তানভীর, নাঈম, আকাশ, পিয়াস, রুমেলসহ আরো অনেক স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রতিদিন অসহায় মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল সোমবার সকাল ১০টায় শহরের স্টেডিয়ামপাড়ায় ৩শ অসহায় মানুষের মাঝে ফ্রি বাজারের মাধ্যমে সবজি বিতরণ করেন সাব্বির আহমেদ।
মহামারীর প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের সহযোগিতায় ৭৫ দিনসহ সর্বমোট এখন পর্যন্ত ৮০ দিনের মতো কাজ চালিয়ে যাচ্ছেন সাব্বির আহমেদ। তার করোনার প্রথমে নেয়া উদ্যোগের মধ্যে ছিলো মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী, সবজি যাবে আপনার বাড়ি, ফ্রি বাজার, প্রয়োজনীয় ঔষধ, ঈদ উপহার, ইফতার সামগ্রী, মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রেসহ আরো অনেক কার্যক্রম। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন ফ্রি বাজার কার্যক্রমের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন।
সাব্বির আহমেদ বলেন, মহামারীর এই সময়টি একরকম অঘোষিত যুদ্ধে ময়দান। যেখানে শত্রু আমাদের চক্ষু দৃষ্টির আড়ালে কিন্তু সমস্যাগুলো সকলের সামনে প্রতীয়মান। সমস্যার সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। না হলে কখনোই করোনা পরিস্থিতির ভয়াবহতম অবস্থা থেকে আমরা উন্নতি লাভ করতে সক্ষম হবো না। আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণই মানুষের সহযোগিতার ওপরে নির্ভরশীল। তাই সকলকে মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।

 

Comments (0)
Add Comment