মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদি ৪২ কৃষি ইউনিটের আওতায় ফসল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমের অংশ হিসেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ)-এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পেঁয়াজ বীজ উৎপাদন বিষয়ক দুই দিনের অনাবাসিক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ ফায়সাল মাহমুদ জোয়ার্দার, সহকারী কৃষিবিদ ম. ফেরদাউস হোছাইনসহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণে অংশ নেয়া কৃষক মো. আবু তালেব ও রিপন আলী জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা হাতে-কলমে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণের কৌশল শিখতে পেরেছেন, যা তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উৎপাদনে স্বনির্ভরতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।